প্রতিষ্ঠানের নামঃ হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট।
প্রতিষ্ঠানের অবস্থানঃধুলিয়াখাল হতে মিরপুর রাস্তার উত্তর পার্শ্বে অবস্থিত। প্রতিষ্ঠানটি হবিগঞ্জ সদর মডেল থানার ৫নং গোপায়া ইউনিয়নের ও নূরপুর (উত্তর) মৌজা অর্ন্তগত। প্রতিষ্ঠানের দূরত্ব হবিগঞ্জ জেলা শহর হতে প্রায় ৫ কিঃমিঃ এবং শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন হতে প্রায় ১০ কিঃমিঃ।
প্রতিষ্ঠানেরপরিচিতিঃপ্রতিষ্ঠানটি২ (দুই) একর জমির দক্ষিণমুখী এবং আয়াতকার। প্রতিষ্ঠানটি ভিত্তি প্রস্তর স্থাপন ২৭ অক্টোবর ২০০২ খ্রিঃ (১২ই কার্তিক ১৪০৯ বঙ্গাব্দ), একাডেমিক কার্যক্রম শুরু হয় ১৭ সেপ্টেম্বর ২০০৫ খ্রিঃ।